Home

Maswoodul Islam

Photographer, Director

ফটোগ্রাফি আমার প্রফেশন নয়, আমার শখ। বলা যায় এর সাথে আমার আবেগ জড়িত। দুটো কারনে ফটোগ্রাফিকে আমি প্রফেশনালি নেইনা। প্রথমত, আমার বিশ্বাস আমার কাজ এখনো প্রফেশনাল ফটোগ্রাফারের গ্রাফের কাছাকাছি আসতে পারেনি এবং দ্বিতীয়ত, ছবি তোলার সময় আমাকে ক্লায়েন্ট এন্ড থেকে ভাবা শুরু করতে হবে যা আমার ফটোগ্রাফি নিয়ে তৈরি হওয়া আবেগের জায়গাটুকুকে চিরতরের মতো নষ্ট করে দিতে পারে। এরকম কিছু আমি অন্তত চাইবোনা।